Ovision

Some visions of a human being...

Igniting the Spark of Human Vision:
Illuminating Paths to Greatness

In a world brimming with endless possibilities, human vision serves as the beacon that guides us towards greatness. It is the intrinsic ability within each individual to dream, imagine, and envision a better future. We dream of a world like this.

A boy standing in front of a shop in a futuristic city of Dhaka. (cinematic composition)

আমি যখন দ্রুতগামী হই
পার হয়ে যাই হাজারো তেজস্বী ঘোড়া
যখন আমি স্থির হয়ে দাঁড়াই
ঘূর্ণির মতো শূন্য থেকে হই অগ্নিঝরা

আমি সেই চন্দ্র
যাকে আলোকিত করেছেন তার স্রষ্টা
আবার হতে পারি সেই বিক্ষিপ্ত ধূলিকণা
দম্ভ যার বিফল করে দেয় সকল চেষ্টা

'প্রত্যাশা, প্রাপ্তি, আনন্দ ও অস্বস্তি'

কিছু কিছু প্রাপ্তি আনন্দের হলেও একইসাথে অস্বস্তির। কাছের কোনো মানুষ, সেও যখন আমার পাশাপাশি একই জিনিসের প্রত্যাশী।

'কল্পনাবিলাস; পূজারী ও পূজিত'

অনেক কিছুই তো বলা যায়, করা যায়। লোকদের মাতিয়ে রাখা যায় নানান বাক্যমালার কল্পনাবিলাসে। লোকেরাই মেতে থাকতে চায়, নেশাগ্রস্থের মতো এদিক- ওদিক ছুটে বেড়ায়।

'পূর্ববর্তী ও সমসাময়িক তারকা'

সবাই তারকা হতে চায়। মনে করে ওই আসনে বসলেই বোধহয় পরম শান্তি মিলবে। কিন্তু, মরিচীকার অনুসরণ করে তো পানি পাওয়া যায়না।
Ahmed Ovi's cartoon portrait

Founder Of Ovision

Ahmed Ovi is a visionary entrepreneur, film director, and artist. From a young age, Ahmed possessed a vivid imagination, envisioning a beautiful world filled with creativity and possibility. Growing up in an army family and attending cantonment schools, he developed a sense of discipline and a deep appreciation for diverse perspectives.

 

Back To Top ↑