সবাই তারকা হতে চায়। মনে করে ওই আসনে বসলেই বোধহয় পরম শান্তি মিলবে।
কিন্তু,
মরিচীকার অনুসরণ করে তো পানি পাওয়া যায়না।
জীবন সবসময় একরকম যায়না, সবার জীবনের গতিপথ সমান হয়না। পূর্ববর্তী ও সমসাময়িক তারকাদের আত্মহননের সংবাদ প্রত্যক্ষ করেও কি আমাদের বোধোদয় হয়না?
এই তারকারা নিজেরাই বিষন্নতার উৎস, সাময়িক কলাকৌশল করে নিজেরাও কিছুটা স্বস্তি পেতে চায়, কিন্তু সকাল হলেই ঘোর কেটে যায়। তারপর আবার নেশার খোরাক বানায়। ছড়িয়ে দেয় তার আসক্ত অনুসারীদের মাঝে। এভাবেই কারো আলো নিঃশেষ হয়ে আসে, আবার অনেক তারকা বিষন্নতার বোঝা নিয়ে টুটে যায়। শেষ জীবনে উভয়েই স্মৃতি নিয়ে আরেক বিষন্নতায় ভোগে। এখন তারা পুরোনো হয়ে গেছে, নতুন মাতালেরা তাদের জায়গা দখল করে নিয়েছে। পুরোনোদের ভুলে যাওয়াই স্বাভাবিক, মানব মস্তিষ্ক তো এতো এতো তারকাদের গুণতে সক্ষম নয়। নতুন জ্বলজ্বলে তারকাদের নিয়েই নতুন অনুসারীরা ব্যস্ত। পুরোনোরা যারা এতোকাল ধাক্কা খায়নি, তারা এবার দীর্ঘশ্বাস ছাড়ে! চোখের পলকেই জীবনটা কেটে গেলো!